ভালবাসা মানে কয়েক মিনিট নহে
কেমনে বোঝাই পদ্যে ও মহাশয়ে
সুখ যদি ভাবো ওইটুকু রস পেলে
তবে কি পূর্ণ সুধারর পাত্র মেলে
নারী মানে নয় পন্য মজুত ঘরে
ব্যবহার করি ফিরে নিজ দরকারে
বোঝো এইটুকু ওতেও হৃদয় রাখা
স্নায়ুর শরীরে রক্ত মাংস ঢাকা
তুমি দেখ তারে দয়ার পাত্র রূপে
ইচ্ছেগুলোয় ফাঁসি দেয় চুপে চুপে
স্বপ্নের আঁটি ধুয়ে গেছে চোখ জলে
তোমার মহান পুরুষ সাজার ফলে
মৃদু হাতখানি রাখো গালে একবার
দেখবে হৃদয়ে মিটে যাবে হাহাকার
মাথা নত শুধু তব গূঢ়তার বলে
ঢের বেশী সুখ চোখে চোখ রাখা হলে
বোঝো হে পুরুষ স্বাধীনতা দিলে তবে
ভালবাসা শুধু চাদরে মুড়ে না রবে।।