হাত ধরতে খুব ইচ্ছে করে
ডাক শুনতে খুব ইচ্ছে করে
তবু মনের খুঁতখুঁত স্বর চেপে ধরে
জটিল হৃদয়টারে
চোখের ভিত্তিতে।


হতাশার মুখ রোজ দেখি
সূর্যের দাবদাহে দেখি
দেখেও অদেখা হই মাটির ভালবাসায়
আশার সংকটে
ভাবের শঙ্কায়।


এক পুতুলকে রোজ খুঁজি
স্বপ্নের নীল পাখা খুঁজি
দাঁড়িপাল্লায় খুঁজি নিজে বাটখারা হয়ে
খানিক গড়নে
চলতি নিয়মে।


কালো ঠোঁটের কথাগুলি
মাঝে মাঝে মনে পড়ে।।