বলছ কি ভাই? মালপোয়া চাই?


তবে দাদা  ছাড়ুন কাঁদা
যতই সাজুন ধোপার গাধা
ঘাসের বেশী জুটবে নাকো
যতই বোঝায় বয়ে থাকো
তার চেয়ে ভায়া কাটিয়ে মায়া
সৎ মজুরের ছাড়াও ছায়া
দেখবে তখন 'বাবু আসুন'
বলবে সকল জগৎ কায়া।


সাজলে খুকী বাড়বে ঝুঁকি
জগৎ টা আজ বড্ড দুখী
দুঃখ দানের চেষ্টা চালায়
ধরলে হাতে পড়লে ঠেলায়
তার চেয়ে দাদা হিজড়ে সেজে
থাকোই দেশে মহামেজে
একটু মজাক উড়বে তবে
এইডস হতে রেহাই পাবে।


থাকলে টাকা বড্ড একা
কখন মাথায় পড়বে ঠেঙা
সামনে সাধু পিছন কাদা
সাজতে সাধু লেপছে সাদা
তুমিও গায়ে নাও রাঙিয়ে
সুদিন যাবে নাম ভাঙিয়ে
বাক্স যখন ঘুড়বে সাদা
চিন্তা অনেক কমবে দাদা।


আর,
থাকুক অতীত ডাকাত তবু
ভেক টি ধরো জনের প্রভু
ঘৃণ্য মজার যায় না খোঁজা
তসরিফে যার চিহ্ন গোঁজা
পাগলবেশী বস্তা ছেঁড়ায়
হিসেব করে বর্ণ জমায়
তাতে আমার কি আসে যায়
আমি দাদা বড্ড মজায়।


তবেই আমি ভাই
মালপোয়া রোজ খাই।।।