বলছে দাদা আস্ত গাধা কানটা ধরে ছিঁড়বো হাঁদা
এক গণিতে এত সময় মাথায় তোমার পেরেক ছাঁদা
বারো বিশের গুনফলেতে যোগটা করার কেমন উপায়
এইটুকুতে বুঝতে গিয়ে ভুগছ তুমি নিউমোনিয়ায়
এরপরেতে লসাগু টায় আলজিভটা ছিঁড়বে বুঝি
কেমন করে উতরাবে হায় গুদামে নাই নামতা পুঁজি
সকাল বিকাল নামতা বইয়ে পঁচিশ টুকু রটিয়ে নিয়ো
দেখবে তবে অঙ্কগুলি বন্ধুর ন্যায় হচ্ছে প্রিয়।


ভাবছি বসে সন্ধ্যা বেলা পুকুর পাড়ে সময় ফাঁকি
কেমন কথা বলছে দাদা মাথা হল পাগল নাকি
কালকে বলে অঙ্ক টাকে বুঝে কষো শান্ত মনে
মুখস্থটা করলে তবে দেব ঘায়ে গাঁটের পানে
আজকে বলে এই কপাতা রটো বসে রোজ দুবেলা
বুঝিনা বাপ করবটা কি মুখস্থ না সংখ্যা খেলা
ভবিষ্যতে আসছে কিযে টের পাচ্ছি আমি ভীষণ
শুনছ তুমি আর্যভট্ট শূন্যে তোমার দারুণ কোষন।।