'এক আত্মা আমরা সবাই'
হিন্দু জৈন মুসলিম ভাই
'সোনার দেশে' হই নিবাসী
গর্বিত তাই ভারতবাসী।


'বিভিদের এই মিলন মেলায়'
একই সবার নাম 'পরিচয়'
কোটি ছেলের অন্নদাতা
'স্বয়ংপ্রভা' ভারতমাতা।


'ঐক্যে বাঁধা বন্ধনেতে'
কেউ বা রুটি,কেউ বা ভাতে
মিলিয়ে তবু হাতে হাতে
'মাতৃবিধান' অন্তরেতে।


বৈচিত্রের ফুলের ডালি
সাজা মায়ের পূজার থালি
গেঁথে একই সুতোয় পেশ
'মহান ভারত' 'আমার দেশ'।


                আপনাদের প্রিয় মন্তব্যের জন্য মনখোলা ভালবাসা।