স্বর্গ সম           রাষ্ট্র মম
   শান্তি সোনার দেশ
প্রজাই শুরু      প্রজাই গুরু
   প্রজাই সেরার বেশ
একই বলয়     পূজিত হয়
      বুদ্ধ জৈন সাঁই
নামাজ পড়ে  প্রেয়ার করে
     ভিন্ন বেশে ভাই
নানক গুরু     মারান বুরু
    আসীন একই ভিটে
কৃষ্ণ গানে     বাউল তানে
   ভোরের বাতাস মিঠে
তুমি আমি    ফারাক থামি
     জড়িয়ে পরস্পর
হাজার ভাষায়  ভালবাসায়
    একটি সুখের ঘর
সর্বসম           সবাই মম
     মহান সংবিধান
নানান জাতি  কালের সাথী
   ভারত মার সন্তান।।