জ্বলন্ত বুক নির্ভীক মুখ সাহসী কলম তার
অপরাধীদের কালো ঢাকা খুলে অপরাধে ধিক্কার
সামনেতে জয় নাই কোনো ভয় শুধু জাগো জনগণ
মুষ্টিবদ্ধ পোষ্যের ভয়ে হব না কেউ দমন
নীচুদের হয়ে গরিবের হয়ে লড়ে চিরকাল তিনি
সমাজের মুখে মানুষের মুখে বিদ্রোহী নামে চিনি
গরিবের বুকে আনিয়েছে জোর ভাঙো হে গোলামি ভুল
রক্তকালিতে লেখা ইতিহাসে নাম কবি নজরুল
সারাটা জীবন লড়েছেন তিনি সমাজে সমতা চেয়ে
কলম চলতো দুঃখী দরিদ্র হতভাগীদের নিয়ে
পড়ে তার লেখা ঘাম ছুটে যায় রক্ত অগ্নিকায়
মাথা কেঁপে চলে হাত কথা বলে মুছে দেব অন্যায়
লিখেছেন তিনি গেয়েছেন তিনি করেছেন প্রতিবাদ
উৎখাত কর নগ্ন চিন্তা রোধ কর অপরাধ
পীড়িত শোষিত মুটে মজুরের এক মার পেটে ভাই
তোমার ভাবনা সাহসিকতার সালাম জানাতে চাই
নিঠুর সমাজে প্রবাদ প্রতিম অগ্রগামী তুমি
তোমার লেখায় সাহস ফেরায় অপমানে নাই দমি
হতদরিদ্র বৈশ্য শূদ্র মহান সবার কাছে
গরিবের চোখে ঈশ্বর তুমি স্মরণীয় তব কাজে
কলমে তোমার এত খাঁটি ধার বুকেতে আগুন জ্বলে
খোলো হে দুয়ার ভাঙো কালো দ্বার চল না নূতন কালে
এসো হে সমাজ ছাড়ো ভেকসাজ বদলাই মোর দেশে
কেউ যেন এক দিচ্ছে সাহস কাজী নজরুল বেশে।।