আকাশের তারা বালিতে মিশায়
ভালবাসা বলে ক্ষিদে যে মেটায়
মনে স্বপ্নের ফুলঝুরি গুলি
থিকথিকে ভরা বীজাণুর থলি
উপায়ের আশে বিছে চলে ফাঁদ
ক্ষণিকের খোঁজে মাথা উন্মাদ
পটু লয়গুলি ডায়েরিতে গড়ে
মিছে প্রেমখেলা আসমান ভিড়ে
পেলে চেটেপুটে গেলে গোগ্রাসে
তবু নির্বাক প্রকৃতিরা হাসে
ফুটলে ঊষায় ভাবে ফুল বাসি
ভগবান সেজে দেয় দূরে ভাসি
অবাক সমাজ অবাক কায়দা
মানুষেও তুলে প্রভুর ফায়দা
কেমন তুমিও  সৃষ্টি মনিব
দানবেও দাও শ্রেষ্ঠের রূপ
রক্ত শোষণে সুখী যে পিশাচ
কেমনে বুঝবে কীবা পাপকাজ
পারবে ফিরাতে রাম অবতারে
নারী সম্মানে অঘ সংসারে
তোমার প্রিয়ের ভোরের স্বপ্ন
কোটিকোটি ঘড়া পাপেতে পূর্ণ।।