হাতের কাঁকনে কুমুদিনী ছকে
আবিরীত মনোলোভা
স্বচ্ছ কিরণে প্লাবিত আলোকে
উছলে প্রাসাদ শোভা
নম্র চেতনে পীযূষ কণ্ঠী
কোকিলীয়া বানী মেলে
বসন্ত গানে সোহাগ পন্থী
দখিণা বাতাসে ঠেলে
মন্ত্রমুগ্ধ চাঁদমুখ ঠাঁটে
চিত্ত অঘোরে মজে
বিম্ব নৃত্য পুষ্কর ঘাটে
গভীরতা কত খোঁজে
স্নায়ু ছয়লাপ দশভুজা সাজে
ক্ষরিত পুলক শ্বাসে
মৌন আলাপ পায়েল আওয়াজে
পা টিপে শরৎ আসে।।