বলছি নিতাই কোথায় যাস
'করতে দেশের সর্বনাশ'
তুইতো আতঙ্কবাদী নোস
'নইও আমি সুভাষ বোস'
তবে ওসব ভুয়ো ডাক
'মন্ত্র জানি চিচিং ফাঁক'
এত লোকের ভাঙবি ঘর
'সব শালারা ছিঁচকে চোর'
তবু ওদের অল্প চাই
'আমি নিতাই বেশী খাই'
কালকে দেশের ভাঙবে হাল
'বলবো ওটা বিরোধ চাল'
ভুললি ওসব ভাষণ গান
'আপন ব্যতীত বন্ধ কান'
নিতাই হয়ে এত লোভ
'জানতে হয় আটার টোপ'।।