নীতি নিয়ে টানাটানি আঁকাবাঁকা শর্তে
রাজনীতি কূটনীতি কত নীতি মর্ত্যে
কেউ নেয় কড়া নীতি গদি খুব প্রয়োজন
কেউ জাতরক্ষায় মহাসভা আয়োজন
কেউ ঠগ ভেক ধরে লাল সাদা গেরুয়া
কেউবা মুক্তি আশে শয়ে যায় মারিয়া
একই মার দুই বেটা অকারণ দ্বন্দ্ব
নীতির কবলে পড়ি মুখ দেখা বন্ধ
কলিযুগে চাণক্য অলিগলি চেয়ারে
ভোরে সই,সাঁজে মাতে পশ্চাৎ প্রহারে
সবাই বাঁচাতে সাজে ক্ষুদি প্রীতি ঝর্ণা
এত ভারী শ্রম তবু,ভুঁড়ি কারো কমে না
উস্কানি দেয় উঁচু মঞ্চতে দাঁড়িয়ে
গাড়ী চড়ে প্রাসাদেতে যায় ঘুমে তাড়িয়ে
বীর সাজে জনগণ নীতি চাই বেঁচে থাক
বাপ হারে কচিশিশু মার কোল খালি যাক
টিকি-গোঁফ-দাড়ি মাঝে আছে কত কাহিনী
টুপি দেখে ঠিক হয় কার কত বাহিনী
কেউ খোঁজে কোটিকোটি,কেউ খোঁজে ক্ষমতা
আমরা কি খুঁজে চলি ঘেন্না না '''মমতা'''।।