অবাক লাগে দেখতে তোমার খোলা পিঠের রং!
অবাক লাগে দেখতে তোমার শব্দবাজির ঢং!
অবাক লাগে রোদ্দুরেও ময়লা মাখা খুব!
অবাক লাগে তোমরা কেমন দিচ্ছ তাকে ধুপ!
অবাক লাগে ঘৃণ্য নাটক আনছে কামাই রোজ!
অবাক লাগে খ্যাতির লোভে এমন পথের খোঁজ!
অবাক লাগে মাতৃভাষায় নতুন ধারার পেশ!
অবাক লাগে, সত্যি এটাই রবি দুখুর দেশ!


অবাক লাগে নেশার ঘোরে কবির গলায় ঘা!
অবাক লাগে রেবেল হতে অসভ্যতায় পা!
অবাক লাগে শিক্ষালয়ে এমন রুচির গান!
অবাক লাগে বসন্তকে আবর্জনায় স্নান!
অবাক লাগে মারণ রোগে শিকার নীচু মন!
অবাক লাগে তোমার গায়ে গন্ধে বিবর্তন!
অবাক লাগে আবির ধূলায় নতুনের উন্মেষ!
অবাক লাগে সত্যি এটাই রবি দুখুর দেশ!


(রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোল উৎসবে রবি ঠাকুরের গান কিছু পড়ুয়ার অশ্লীল ভাষায় পেশ। এমন নির্লজ্জ চরম অভব্যতার ধিক্কার জানাই।)