চারা গাছ কাঁদে ওহে নিষ্ঠুর মালী
কেন মোরে ঘিরে বাঁধো কাঁচা বাঁশফালি
বাকি ওরা খাড়া দেখো মুক্ত প্রভাসে
খোলা প্রকৃতির সাথে অমলিন হাসে
মোদের কি দোষ তুমি বেঁধে রাখো হেথা
জন্মেও জীবনের  পূর্ণতা বৃথা।


মালী করে আক্ষেপ ওগো মহাসতী
কেমনে হইতে দি জেনেশুনে ক্ষতি
ওরা সব পুং চারা গায়ে ভরা কাঁটা
তুমি তো মাতৃময়ী তাই ডানা কাটা
রাক্ষুসে নেকড়েরা বদলেছে স্বাদে
ছোট বড় স্ত্রী চারা গিলে উন্মাদে
বাঁচানোর দায় তাই রাখি বেড়া গেঁথে
এতে তব উপকার পারিছ বুঝিতে।


ফুঁসিয়া উঠিল চারা ওহে চন্ডালে
পরদোষে মোরে তুমি বাঁধো বেড়াজালে
দোষী যদি ওরা তবে মারো গুলি করে
মোরে কেন রাখিয়াছ পিঁজরায় ভরে
বল তুমি হেথা সব সম অধিকার
তবু বন্দিনী সদা কেমন বিচার
হীন সাজা পাই যদি লিঙ্গের ভেদে
তন্ত্রতে কেটে দাও 'মহা গণ' পদে।।