দয়া লাগে নিজের ওপর কেমন আমি মানুষ ভায়া
মাথায় আছে আমার টোপর তবু ডরায় ভৃত্য ছায়া
আমি চালাই খুন্তি কোদাল গুলতি চালায়
ওপরওয়ালা
আমায় রেখে কাকতাড়ুয়া ফসল কাটে রাজার শালা
সবটা জানি খুবই জ্ঞানী তাইতো সটান ঘুমাই ভোরে
কেমন বিবাদ চোরের সাথে কাল যদি হয় আমার ঘরে
ওদের হাতের ময়লা পেলে কয়লা হবে হাতটা বুঝি
তবু ভাগের সুযোগ পেলে স্বল্প খানিক হীরেই খুঁজি
তুমি মশাই বড্ড বোকা তাইতো গাধার লাইনে খাড়া
সাদা চড়াও গলা ওড়াও তবেই পাবে লাভের সাড়া
আজব দেশে অবাক নিয়ম শিক্ষাবিদে টিভির পরে
মহান দাদা জোয়ান দাদা দাদায় নিয়ে তর্ক করে
যে বেচারা ছাত্রনেতা ছিল কাল-ই কলেজ পরে
আজকে দেখি কোটি টাকার মালিক সেজে সুমোয় ঘোরে
জানি তোমার মন্দ লাগে মিথ্যে কিছু লিখছি বলো
লজ্জা আসে যখন তুমি ওই দুহাতে ঝান্ডা তোলো
আমার ব্যাচের সেরা ছেলে একশো দিনের তাওয়া তোলে
আমার ব্যাচে নেতার ছেলে দেশ বাঁচানোর গল্প বলে
ভাগ্য তোমার সঙ্গ দিলে পরম্পরায় ব্রহ্ম তুমি
বলবো অনেক ভেবেছিলাম বলে কি লাভ পাগল আমি!!


        ****আজ সভায় এই কবিতাটি পাঠ করলাম।।