নীল আকাশের ভরা আলোয় সাদা মেঘের হাসি
পাহাড়বনের শিউলি ঝাঁঝে যাচ্ছে বাতাস ভাসি
রোদের কিরণ মাখছে মাটি ঝরা পাতার ফাঁকে
গাইছে দূরে ভরা নদী বাঁয়ে হাটের বাঁকে
আকাশ বাতাস পাহাড় মাঝে স্বর্গ কোথায় বল
দুখিনী মায়ের ভেজা আঁচলের মমতাময়ী কোল।


সর্ষের ফুল দোলায় মাথা হলুদ সবুজ ক্ষেতে
ভেসে আসে শঙ্খধ্বনি ঈষৎ আলোর পথে
জোনাক জ্বলে মিটিমিটি কাটায় আঁধার গাঙে
বাহার ভরা বোবার চলন লক্ষীপেঁচায় ভাঙে
নিঝুম সাঁঝে বসুন্ধরায় স্বর্গ কোথায় বল
দুখিনী মায়ের ভেজা আঁচলের মমতাময়ী কোল।


ঝিলমিলঝিল তারার আলো চাদর ফুটে আসে
চলছে মহান রাজার সভা লক্ষ রাজায় বসে
রূপোয় মোড়া ছোট্ট শশী হাসছে নিশিরাতে
আকাশ ঢাকা কালো ছায়া বিন্দু খেলায় মাতে
মায়ার রাতে তারার মাঝে স্বর্গ কোথায় বল
দুখিনী মায়ের ভেজা আঁচলের মমতাময়ী কোল।


শান্ত ভোরে শান্তি ভেঙে জাগলো কলরবে
শ্যামা দোয়েল শালিক ফিঙে কন্ঠ ফাটায় সবে
অল্প শীতের পরশ এসে ছোঁয়ায় নাকে গালে
ধোঁয়ায় মাখা স্তব্ধ বাতাস সাবেক গল্প বলে
উষার রবির রঙিন সাজে স্বর্গ কোথায় বল
দুখিনী মায়ের ভেজা আঁচলের মমতাময়ী কোল।।