এরা বলে ওরা ভাঙে, ওরা বলে তারা
বুঝছি না ঈশ্বরে কেন হলো মারা
ব্রোঞ্জ কি পেতলের মূর্তি বসালে
মনিষীরে সম্মান খুব বেশী মেলে?
কীবা তার অপরাধ কার আঁতে বাড়ি
দুষ্কৃতী দল নামে ধুয়ে ফেলো হাঁড়ি
অ আ ক খ যার লেখা বইতে ফুটিলে
স্লোগানের রঙ স্রোতে তারেই টুটিলে!
সাধু সাজা চেষ্টায় কাদা ছোঁড়াছুঁড়ি
পড়ে তাহা বাংলার পানশালে ছড়ি
মৃত তাই ইনসাফে দুষ্কর আশা?
আবেগের বইয়ে খেলে আচার্য পাশা
কেন চাই ধাতু গড়া মূর্তি এবারে
বাঁশ কাঠ ডান্ডায় না ভাঙতে পারে?
দারুণ উপায় ভাবো জনপ্রতিনিধি
ভাষণেতে তালি মোর বংশজ রীতি
যেইদিন গায়ে হাত লেলিন শ্যামাতে
অন্ধের তরবারি মজ্জে আঘাতে
অন্ধটা কেউ নয় তুমি আর আমি
চোখ বেঁধে হাতড়াই সুঠাম আগামী
ইতিহাস পাতা ভরা মহান কৃতিরে
সপ্তম শিক্ষাতে ভুলেছে স্মৃতিরে!
সরু মোটা বই কহে চিরজীবী তবু
সত্যি কি অক্ষয় ঈশ্বরবাবু?