চরম সুখের প্রাপ্তির লাগি
কঠোর শাস্তি নির্দোষে
নরকীয় জ্বালা ভোগে মহামায়া
শরীরের লোভে রাক্ষসে
প্রশ্নটা ওঠা বড় সাবলীল
"একেই কি বলে সভ্যতা?"
নির্জন জড় কালভার্ট নিচে
আগুনে পুড়ছে মানবতা।


শুধু কি মৃত্যু? না পূর্বাভাস!
সমাজ অঙ্গে পচন ঘা
স্নায়ুতন্ত্র যে বিলোপ হচ্ছে
সমাজ, তুমি কি বুঝছো তা?
কেউবা বলছে পোশাকের দোষ,
কেউবা দুষছে আধুনিকে
বিকারগ্রস্থ শুধু চার নয়
তুমিও শামিল মানসিকে।


জন্মদাত্রী দাওনি কেন হে
তোমার খোকায় মন্ত্রণা
নারী মোটে নয় ভোগ্যপণ্য,
ধর্ষণে কত যন্ত্রনা!
শুভ উপদেশ, ভালো সংগতি,
আগামী ভীষন বদলাবে
ওগো অম্বিকা তোমার হাতেই
ভবিষ্যতের রাশ ভবে।


ওহে প্রশাসন শক্ত আঙ্গুলে
ধরো পিশাচের গর্দানে
ওহে জনগণ মুষ্টিবদ্ধে
বিদ্রোহে নামো ময়দানে
ওহে সরকার, দেখাও তুমি হে
কতটা চরম ধর্ষণে
ওহে বিচারক তোমার কলম
পাল্টাতে পারে আগুয়ানে।


ধর্ষিতা শুধু হয় কি রমণী,
ধর্ষিত হয় পরিবারও
একঘরে হয় সমাজের মাঝে
বিদ্রুপ সাথে রয় আরো
সতীত্ব গেছে, তাই কি অকেজো
অচ্ছুত হল সরল মেয়ে
অবাক তোমার চোখের দৃষ্টি
অবাক নিয়ম কানুন হে।


পথে-ঘাটে ঘরে গঞ্জে নগরে
কত প্রিয়াঙ্কা রোজ কাঁদে
কেউবা নীরব আব্রু বাঁচাতে
কেউবা ধুঁকছে ফ্যানভাতে
কত মে মরছে, কত মা সইছে
কত বোন জ্বলে দিন রাতে
কোনোটা উঠছে থানার খাতায়
কোনোটা চাপছে ধমকিতে।।