চাঁদা চাঁদা পূজোর চাঁদা
ফটাস করে কাটুন দাদা
পাঁচ দশেতে কাজ হবে না
একুশ সবার জন্যে বাঁধা।


ছোট বড় সবায় তাড়া
চার বা আটের বিভেদ ছাড়া
দুচাকাতে মাল হবে না
বেকার যাবে সময় মাড়া।


ঐ যে আসে ট্যুরিস্ট গাড়ি
যা বেড়া ফেল তড়িঘড়ি
শান্ত কথায় কাজ হবে না
একটু বাড়াস ধমক বড়ি।


কাপড় ভাড়া লাইট ভাড়া
ভিন্ন ধারার ঠাকুর গড়া
আট দশ রাত ঘুম আসে না
হয় কি পূজা ভাসান ছাড়া।।