আলোর কনায় আসি চরে
     পূরবীর পরে
এঁকেবেঁকে খেলা করে সাথে


উঁকি দেয় পাতা ফাঁকেফাঁকে
     নজরেতে রাখে
পিছু নেয় বাড়ি হতে হতে


অঙ্গতে করে জড়াজড়ি
   অতি বাড়াবাড়ি
সুন্দরি রূপে যায় মেতে


ভুলিয়াছে কিবা তার কাজ
   নাই মুখে লাজ
মুখপোড়া লোক চক্ষুতে


গোলাপি আভায় রাঙা গাল
    রাগে হয় লাল
গজগজি এগোয় তফাতে


ছাড়িবার পাত্র নয় রবি
    পশ্চিমে চাপি
চুপিচুপি বাড়ায় দুহাতে

অল্পতে সাঁজ গড়ে যাবে
   তখন কি হবে
অপেক্ষা রবে নাকি প্রাতে?


ইশারায় কয় কিছু দেখি
    বুঝি নাকি সেকি
যায় মুছি শুকনো মুখেতে।।