পৃথিবী যদি পরিহার তুমি পাও
মনে রেখ তাহা স্টেথোস্কোপ এর দান
মুক্তির খোঁজে কার পানে তুমি চাও
সাদা কোট আজ আল্লাহ ভগবান
বাহিরেতে কেন ভিড় করো অযথায়
যেচে ডেকে আনো জাতির সর্বনাশ
ঈশ্বরও আজ একলা রইতে চায়
ভেকধারীদের নাই করো বিশ্বাস
ধর্ম দেয়নি হিংসার সংকেত
জন্নত পেতে নির্মম ব্যভিচার
ভাগ গুনে করো ইন্সানে ভেদাভেদ?
ছোট্ট জীবাণু মানেনি কাঁটার তার।


পৃথিবী যদি পরিহার তুমি পাও
মনে রেখো তাহা শিক্ষার প্রতিদান
টিকি গোপ দাড়ি ঝাড়ফুঁক সব ফাও
সাদা কোট আজ আল্লাহ ভগবান।