আমি মশাই বদ্ধ পাগল
বুদ্ধি ঘটে গরু ছাগল
কর্ম কাজে বড্ড কুঁড়ে
মাথায় আজব স্বপ্ন উড়ে
হচ্ছি রোজই মন্ত্রী রাজা
ঘুমের ঘোরে দিচ্ছি সাজা
ত্রাসে সবাই চুপটি থাকে
সোনার চেয়ার বিছিয়ে রাখে
বসে আমি আজ্ঞা ঝাড়ি
নিত্যনতুন আইন গড়ি
ভৃত্যদলে মাথা নোয়ায়
সৈন্যদলে সালাম জানায়
দুই দাসীতে পাখায় ধরে
তিন দাসীতে আদর করে
ছয় দাসীতে নাচছে তাথৈ
মাঝে আমি আঙুর চিবোই
ঘণ্টা আটে চললো এমন
স্বর্গ পুরের ইন্দ্র যেমন
হটাৎ কানে বাজ পড়লো
দুদুম পিঠে ঝড় উঠলো
খুলতে দেখি চোখের পাতা
লাঠি হাতে দাঁড়িয়ে মাতা
গোটা চারেক পড়ল গায়ে
সটাং উঠে দৌড় বাঁয়ে
চেয়ার পরে বইটা খুলে
রিডিং পড়ি কোমর দুলে।।