নিরূপমার আঁচলখানি ভেজে
       পায়ের নূপুর নাচছে গিলে ঝুঁকি
ভেজা বেণী দোলায় ডানে বামে
       বোধহয় সখী বাড়তি কিছু দুখী
পাতলা চটি ছেটায় জমা জলে
       লালও চাখে পিয়ার পদ স্বাদে
মোরাম মাটি পিছোয় দ্রুত ভারী
       তৃপ্তি আনায় বুড়ো বটের ছাদে
আষাঢ় তোকে বন্ধু বলে জানি
       তবে কেন জ্বালাস আমার প্রিয়ে
বৃষ্টি মাখায় অরুন্ধতী লাগে
       ভিড়ের মাঝে ভেজাস ফোঁটা দিয়ে
আমার রাতের স্বপ্ন দেখা পরী
       তাহার সাথে রগড় কেন সখা
দুষ্টুমি তোর বড্ড বাড়াবাড়ি
       রাগলে মাথা ভীষণ দেব বকা
আড্ডা কামাই, টিভি দুদিন ছুটি,
       বিকেল মামা গেছে অনেক দূরে
খেলার জমি চাঁখর জলে ডুবে
       তাই বলে তো গাল দেইনি তোরে
আষাঢ় আমার ছিঁচকাঁদুনে ভাই
       সামলে কাঁদিস নয়ন খোলা রেখে
আর কখনো করলে পাজিবাজি
       সারা আকাশ ছাতায় দেবো ঢেকে।।