নতুনের পিছে  ছুটিতে ছুটিতে  পুরাতন গেছি ভুলে
মনের বাসরে  অতল গভীরে  তবুও অতীত দুলে
যত আধুনিক  হই সৈনিক  গড়ি উন্নত আজে
অন্তর হতে  মেটানো যাবে কি  তাহার তীক্ষ্ণ ছাঁচে
ছুটি আমি আগে  রাগে অনুরাগে নিয়মের গলা টিপে
তবু পুরাতন  করে গো বরণ  বোঝা কাঁধে লয় পিঠে
ছেড়ে দাও তুমি  বয়স হয়েছে  যতই নবীন বলে
ত্যাগিব কেমনে  এতকাল গড়া  আমার সৃষ্টি দলে
এযাবৎ ঠায়  এই রাস্তায়  আমি মেলিয়াছি বালি
আজ তুমি এসে  যন্তর নিয়ে  পাথর মেলালে খালি
জানি তুমি জ্ঞানী  বোধে মহামানী  বহু তব বিস্তার
এসো না ওভাই,মিলে একসাথে গড়ি সেতু পারাপার
জ্ঞানের সাগরে  যত ওঠে ঢেউ  যত জল যাবে খেলি
হবে বড় মন  ব্যাপক ব্যাপন  নবীনে প্রবীণে মিলি।।