ইঁদুরে ইঁদুরে হলো শুরু মারামারি
লাথ-ঘুসি কিল-চড় পড়ে কাঁড়ি কাঁড়ি
তর্জনে গর্জনে কাঁপে তল্লাটে
একটুকু ফাঁকি পেলে চালায় সপাটে
বগুড়ার মাঠে চলে কোন্দল খাসা
জড়ো হয়ে জড় জীব দেখছে তামাশা
দুমদাম ঢুসঢাস বারুদীয় লাথি
শব্দের রাইফেলে কাঁপছে অনাদি।


কিছুকাল বাদে আসে বিড়াল বিচারী
"জাতভাই সাথে কেন করো মারামারি
কতকালে জন্মাবে মাথায় সুমতি
পরকালে বাছা তব নয় ভালো গতি
কাল এসো সন্ধ্যায় বৈঠকীসভা
সেথায় শুনবো সব নালিশের দফা।"


পরদিন সাঁঝে দুয়ে পৌঁছালে সভা
বাবুদের খাদ্যের সন্ধানে রফা।