কাঁচড়িমাড়ায় হাতিপাড়ায় শ্যামলা বুড়োর বাড়ি
উঠোন ভরা ডালিয়া গাঁদা গোলাপ সারি সারি
ফুলের সখা পাগলা বুড়ো থাকে ফুলের সাথে
তীক্ষ্ণ নজর ব্যস্ত সদাই কোদাল কাঁচি হাতে
ট্যাংরা মুখো ঠ্যাংরা বুকো স্বপ্ন অনেক ঘাড়ে
বিভুঁই থেকে আসবে পাখি বাগানে তার উড়ে
একায় হাতে সীমায় গাঁথে কঞ্চি কাঁটা বেড়া
বাচ্চা ছেলে দেখতে পেলে চেঁচিয়ে করে তাড়া
ভোরে উঠে খুঁটে খুঁটে ঝেঁটায় বাসি ফুলে
লাগায় মাটি পরিপাটি ভেজায় গোড়া জলে
আশি পেরোয় তবু বুড়োয় নেয়না সহায় লাঠি
দম্ভ গলে আঁটিয়ে বলে দুধ খেয়েছি খাঁটি
নোংরা ধুতি গামছা সুতি বাঁধিয়ে কোমর পেটে
সকাল বিকেল শ্যামলা বুড়ো রঙ ফোটাতে ছোটে।।