চোখে চোখ লাগিয়ে দেখি
     ঘোরে সে হিংস্র চোখে
অপরাধ বোধ হয় খুব  
      আয়নায় মুখটা দেখে
জানি আমি বড্ড কালো
         দৈর্ঘ্যেও হব খাটো  
তাই বলে দোষী নাকি
         ব্যবহার এত ছোট
কি আছে ফর্সা রঙে
         পাগলি হনা রাজি
পাকা এই কালো মনে
    প্রেমে প্রেম বস্তা সাজি
সাদাতে নোংরা হবে
       সদা রও পর্দা চাপি
গোটা দশ সাবান যাবে
  কালোতে তেলেই কাফি
ফর্সা গিরগিটি রঙ
   দেখেনিস দিনের বেলা
চৈত্রের রাগের রোষে
     হয়ে যায় লাল গামলা
কালো ছিল কৃষ্ণ শিবও
     নাই রাখ তফাৎ খানি
কালোতেই দুনিয়া কায়েম
   কালো হয় চোখের মনি
চলে আয় মাড়িয়ে মনে
   কালো দুই বাহুর মাঝে
দেব প্রেম সবার বেশী
    ফর্সাও পারবে না যে।।