কালো মেঘ জমে ধীরে ধীরে
আকাশকে ঘিরে
ভয়ানক রূপ নিয়ে তার,


নীল দেশ ঢাকে চাদরেতে
বাসা বেঁধে সাথে
আলোভাবে ছাইছে আঁধার,


শীতল বাতাস যায় উড়ে
চারিদিক জুড়ে
বয় সাথে ধূলাবালি ভার,


আড়ালেতে লুকিয়েছে রবি
অদৃশ্য ছবি
মেঘ আজি বাঁধে তার দ্বার,


গাছপালা একদিকে হেলে
উত্তুরে দোলে
বশ্যতা করছে স্বীকার,


শুকনো পাতার ঝড় ওঠে
এঁকে বেঁকে ছোটে
বাতাসেতে বিপুল সম্ভার,


বিদ্যুৎ আকাশেতে ডাকে
ধীর হতে বেগে
মেঘ ভেঙে দেয় হুংকার,


অঝোর বর্ষা আসে নেমে
মৃত্তিকা প্রেমে
জলকণা আজ পত্রকার।।