ছুটছে কোঁদল      গলায় বোতল
       কাঁধে বইয়ের থলে
ভোঁথকা ফুলো         চর্বি গুলো
      থলাক থলাক দোলে
জামায় কেটে        বিষম পেটে
        দিচ্ছে আঁকিবুঁকি
বোতাম সারি          কষ্টে ভারী
        চাপের বসে দুখী
খাওয়ার বেটে      কোঁদল শেঠে
     নেইকো কোনো জুড়ি
টিফিন বেলায়    একায় পেলায়
       ফুচকা গোটা কুড়ি
চপ বেগুনী           লাল ঘুগনি
        সঙ্গে দুটো ডিম
প্যাকেট তিনে       ওরিও কিনে
       সাফাই করে ক্রিম
তারপরেতে            বাক্স হতে
        বেরায় লুচি আট
আলুরদমে          সাবাড় ক্রমে
       নাইটুকু কাটছাঁট
সারাটা দিন        তাক ধিনাধিন
      চলছে তাহার পেট
তাইতো সবায়    নাম ডাকে তায়
        রসগোল্লা শেঠ।।