টিফিন বেলা      সে কী খেলা
      ভুলবো কেমন তায়
দৌড় মাঠে        জন পঞ্চাশ
         ধূলা ধূসর পায়
একটি বলে        পড়ছে চলে
       ডজন দুয়েক লাথি
গড়ছে মাঠে       উল্টে পিঠে
       কনুই কোমর ছাতি
পাচ্ছে যে বা      মারছে থাবা
        সুযোগ নাহি ছাড়
কোন দলেতে     কে বা আছে
       পরোয়া কাহার তার
পেলেই বলে       ওড়ায় তুলে
        যেদিক খুশী যাক
একটু ফাঁকে       চাপায় জেঁকে
       মেটায় নিজের স্বাদ
বোতাম ছেঁড়ে     কলার ছেঁড়ে
        ছেঁড়ে সাদা হাতা
উগ্র মাতাল        নেশায় মেতে
        ভুলেছে সব কথা
একটু পরে         টিচার জোরে
       দাও হে এবার বল
ঘণ্টা বাজে         মনটা নাচে
         ছুটির কোলাহল
তিনটি তলার       সংসারেতে
       ছিলাম হাজার ভাই
সোনা রাঙা      দিনগুলো ফের
       আবার যদি পাই।।