নাচছে ভোলে কোমর দুলে ছড়িয়ে জিভে আধা
তাইনা দেখে মটকা মালুর গরম হলো মাথা
বলছে ভোলা ধ্যাঁগড় ছোঁড়া ভেঙচি কাটো ক্যানে
মটকা পায়ে পড়লে গায়ে বুঝবে মালুর মানে
তবুও ভোলে নাচিয়ে চলে কোমর ডাঁয়ে বাঁয়ে
আমার খুশী যেমন নাচাই আমার হাতে পায়ে
এবার ঘাড়ে বজ্র পড়ে রক্ত ডগায় ওঠে
মটকা হাতে ঝটকা লাগায় ভোলের কৃশ পিঠে
ভেঙ্গাও মুখে ঢ্যামনা পোলা আমায় করো কাঠি
এক কিলেতে মারবো টেনে খুলবে দাঁতের পাটি
করবো নাকি যাত্রাপালা উদুম ঘুষির ছোঁয়া
পড়লে কানে দেখবে চোখে জয়নগরের মোয়া
কেঁদে ভোলে কঁকিয়ে ওঠে শুধায় ভয়ে ভয়ে
ছদ্মবেশের চর্চা করি গাঁয়ের মেলার লয়ে
এমন কি দোষ হানলে তুমি বিষম আঘাত পিঠে
বরমশিরায় যাচ্ছে জ্বলে মটকা হাতের চোটে
বুঝলো মালু গুলিয়ে গেছে পান্তা হতে ভাতে
হাতড়ে ট্যাঁকে বিশটি টাকা দিলো ভোলের হাতে
বাজার গিয়ে দশটি টাকার ঘুগনি মুড়ি খাবে
দেখবে তখন ঘায়ের ব্যথা বেজায় ভুলে যাবে
ফিরতি টাকা ইচ্ছে মতো খরচ করো পরে
অনেক পড়া এসছি ফেলে গেলাম আমি ঘরে।।