বৈঠা গাঁয়ে ইটার পো
বলবো কি তার কান্ড গো
বিড়াল চোখা মাথায় পোকা
সুযোগ পেলেই মারবে ছোঁ।


যখন সবাই বাইরে যায়
ও বেটা ঠিক কায়দা পায়
ক্লাসে ফেরৎ এলেই ব্যাগে
বাটিশুদ্ধ টিফিন নাই।


আজকে আমার কালকে তার
এমন চলে বারংবার
ছানায় ভরা কৌটো ভয়ে
টয়লেটেতেই যাওয়ায় ভার।


প্রার্থনারই লাইনেতে
টিফিন বাটী রয় হাতে
কোথায় কখন সাবাড় যাবে
কিচ্ছুটি ঠিক নাই তাতে।


গিলতো কতই বকান যে
সাথে মেশায় বারণ সে
একলা পিছে বেঞ পরে
আঁকতো নানান দৃশ্যকে।


বিশটি বছর আগায় বোঁ
এখনও হয় দেখায় গো
পারুল মোড়ে সাঁজের বেলা
রিকশা টানে ইটার পো।।