দেখতাম রোজ টিফিনের কালে
প্রাচীরে আড়াল হয়ে
দেখতাম রোজ ছুটির বিকেলে
গেটেতে দাঁড়িয়ে রয়ে
ক্লাস শেষ হলে দুয়ারে বেরিয়ে
খুঁজতাম তোর মুখে
কখন বেরোবি গলি পথ হয়ে
আনচান করে বুকে
রোজ স্কুলে যাই নাইতো কামাই
শুধু তোর মায়াটানে
কালো বেণীচুল লাল টিপটাই
দুলাতো আমার মনে
দশটার কালে পৌঁছাই স্কুলে
মাঠেতে এলিয়ে থাকি
অপেক্ষমান দীর্ঘ অতলে
আসবেই টিয়ে পাখি
সবুজ ফিতেয় মন থেমে রয়
চোখকে বোঝানো দায়
দুরুদুরু বুক হিমজমা ভয়
মুখ বেঁধে আজও রয়।