কাজের ফাঁকি পড়ার ফাঁকি
সবেই আমি সিদ্ধ পুরুষ
আমায় দিয়ে কাজ হবেনা
যতই কর উরুষ ভুরুষ
পাড়ার বাঁকে তাসের ঠেকে
সন্ধ্যে হলেই আমি হাজির
মৌরি মুখে গল্প ফুঁকে
জমিয়ে চলে টেক্কা উজির
বাড়লে রাতে আড্ডা মাতে
ভিড়বে দলে দাদায় যখন
ফাটিয়ে তালি জায়গা খালি
বুলেট চড়ে ঢুকলে মদন
স্বপ্ন ঘাড়ে চড়বো ষাঁড়ে
আমিও হব শম্ভু যাদব
তাইতো থাকি দাদার পাখি
শিখছি কিছু কায়দা আদব
ঘাড়ের চেনে উল্টো ব্রেনে
মানতে হবে বুদ্ধি ভবার
হাতের যাদু দেখলে খাঁদু
বসতে হলে ভাববে শ'বার
সাজবো যবে ডরবে সবে
রাজার মতো আজ্ঞা হুকুম
থরবে পায়ে আমার ছায়ে
তালিম আঁটি আকুম বাকুম
স্কুলের বোঝা বড্ড ভারি
তারও ভারী স্যারের গলায়
অধিক প্রিয় মঞ্চে উঠে
লুঠবো গলে গন্ধ মালায়
রামের সাতে শ্যামের পাঁচে
অঙ্ক চোটে জীবন আগুন
বিকেল মাঠে পূবের ঘাটে
মিষ্টি ভারী উষ্ণ ফাগুন
বুদ্ধি কষি উর্ধে যাবো
উর্ধ সীমা মাপতে মানা
পরির দেশে নয় বিদেশে
ইচ্ছে মতো পাড়বো হানা
আরো কত স্বপ্ন আমার
মন্ত্রী হব নয়বা গুণী
কোনটা হবে অধিক ভালো
দাঁড়াও খানিক ভাবিশুনি।।