একের পিঠে দুই চাপালে
    ভাবছটা কি? হচ্ছে বারো
ঠিক ধরেছ গদাই তবু
    লিখেছিল একশোবারো
তেইশ লেখে ফাঁকা ঘরে
    দুই আর তিনের হিসেব কষে
খাতা দেখে চড়ক গাছে
    চক্ষু ওঠে হরেন ঘোষে
বলেন গদা কত ধারায়
    কষলি আমায় একটু শোনা
চার ও চারের গুনফলেতে
    শূন্য মেলে কেমন গোনা।
সংখ্যা গুলো ঠিক লিখেছি
    মিলিয়ে দেখো খাতার পাতা
চিহ্ন গুলোই যায় গুলিয়ে
    পাই না কিছু মুণ্ডু মাথা
আয় নিয়ে আয় বেতটা রামু
    বোঝাই কেমন চিহ্ন গুলো
ওই যে গদাই পালায় ছুটে
    আর মাড়েনি স্কুলের ধুলো।।