অল্প বয়স ছাড়ছে খোলস পৌনে ষোলোর ছেলে
চাউনি তাহার বাঁকায় কোনে রূপসী কেউ এলে
পড়ার ফাঁকে তাকিয়ে থাকে তিনতলার ঐ ছাদে
ব্যস্ত সদয় কচি হৃদয় কার বা অপেক্ষাতে
বইএর পাতা অঙ্ক খাতা টেবিল পাসে রেখে
ঠেস দিয়ে গাল স্বপ্ন গড়ে বারান্দাকে দেখে
একটু পরে ঘণ্টা নড়ে সবার হুড়োহুড়ি
ষোলোর বালক শান্ত বসে খুঁজছে তাহার পরী
বেরোয় পরী সাদা জামায় নাড়ায় কচি হাতে
জীবন ফেরে রাজকুমারে কচি রবির প্রাতে।।