হরে কৃষ্ণ হরে রাম          গোলা মাঠে দুমদাম
          কানে আসে মাইকের সুর
বরেদের মোহৎসব           হাজারের কলরব
             রাস্তায় লোক ভরপুর
স্পিকারের প্রবণতা         শাক-ডাল-শুক্ত কথা
          জীভাগ্রে এনে দেয় পানি
মন বলে চল খেতে         মাথা তবু দোটানাতে
          পেট চাপে শেষ ভোটখানি
টিফিন ঘণ্টা নড়ে            বাতাসে পারদ চড়ে
           গোটা তিন বন্ধু যায় জড়ি
পিছন পাঁচিল পরে          কাঁধাকাঁধি ভর করে
           ওপাশে দুম ধপাস পড়ি
প্লাস্টিক জুতো ফিতে        ঘেচাং হেঁচকা খেতে
             কেচাং মুণ্ডু যায় উড়ে
পাছে যাই ধরা পড়ে         গলিপথে উড়ে উড়ে
          ছুটি মিশে জমায়েত ভিড়ে
মহাভিড়ে ঠেলাঠেলি          খানিক দুপায় মেলি
            দেড়্গজ জয় অবশেষে
ছেঁচকি ঘন্ট ঠেলে             চাটনি পায়েস গিলে
           তৃপ্তিতে বুক যায় ভেসে
পরদিন ক্লাসে আসি          চোর ন্যায় ঠেসে বসি
          জপি, আজ রক্ষা কর সতী
পিরিয়ডে ঘোষ স্যর          এসে দেয় হুংকার
            বলে ওঠ চার মহারথী
লুকিয়ে পালানো ঘরে         দেব নাকি খুব করে
          সাহস তো বেড়ে গেছে ভারী
সারা ক্লাস ধরে কান           স্ট্যাচু থাক শয়তান
          বেঞ্চ পরে কোনে ধর সারি
বেঁচে গেছি ভগবান            তুমি তো খুব মহান
             কাটিয়েছ সবটুকু ভয়ে
কাল চাট দই পিছু              এ শাস্তি নয় কিছু
             আনন্দে নাচছে হৃদয়ে
খাড়া রই সঙ সেজে         ব্যায়াম চলে মহামেজে
           জানালায় দোলে রাঙা আলো
একটু আধটু ছটা                   শাস্তির ঘনঘটা
          মাঝে মাঝে পাওয়া বেশ ভালো।।