বলছি হরা         কনুই সরা
    যাচ্ছে না ঠিক দেখা
নামিয়ে হাতে     লিখ খাতাতে
      ঈষৎ এদিক বেঁকা।


বদ্ধ খোকা        সামনে তাকা
     পাইচারি দেয় স্যরে
আসলে ক্ষেপে    ছিনিয়ে নেবে
     দুটোই খাতা জোরে।


রাতভর যা         পড়েছি তা
     আসেনি ভাই মোটে
বাঁচা ভায়ে         পড়ছি পায়ে
     তিরিশ যদি জোটে।


ঠিক আছে দেখ     সাবধানী ব্রেক
     লাগিয়ে আঙুল চোখে
লিখছি টাকি         নিবি টুকি
        বন্ধ রেখে মুখে।


একটু ছেড়ে          ওল্টানারে
       নি নি পুরো তুলে
মেন খাতা ছাড়      ভাই যে আমার
      লুচ সিটে যা চলে।


তবে যে ভাই       বাইরে গেলেই
       একটা আছে কাজ
দেড় গণ্ডা             ঘি মণ্ডা
       আনতে হবে আজ।


সব আনবো         সব মানবো
        চিন্তা নাহি কর
একটু দেখা         চালাই লেখা
      তিরিশ পেলেই ঘর।।


            আবার স্কুলকাহিনী সিরিজটা শুরু করলাম। শুভ সকাল কবিবন্ধু।