রাগটা ছিল ভারী সুলভ আমার পাড়ার স্কুলে
কনিষ্ঠাতে লাফিয়ে ওঠে একটু ছোটো ভুলে
হাফের থেকে খানিক বেশি কামড়েছ চকলেটে
রাগের বসে আড়ি কষে,'চটকাবে দেখ পেটে'
চুক্তি যদি ছিল প্রথম ব্যাটে নামার কথা
পাল্টালে মত ঝগড়া শুরু,আঙুল ওঁচায় মাথা
কল্প হতে গল্প গড়ে, গল্প হতে আড়ি
নিজের কথা ঠিক মানাতে অজুহাতের কাঁড়ি
চোখাচোখি বন্ধ হতো,সরতো বইএর থলে
ক্লাসের ফাঁকে চলতো ভোটে,বল তুই কার দলে
সারাদিনের ঝগড়া মেটে পরের দিনের মাঠে
কাদা পায়ে ফুটবলেতে কাঁধ মিলিয়ে ছোটে।।