আলি বলে কল্যাণে
ঢোক আজ ময়দানে
মুখোমুখি হয়ে তোর
ভেঙে দেব শয়তানে,
নিয়ে তোর চামচারে
আয় যতজন পারে
একাই লড়ব আমি
রোখার সাহস কারে।


কলু বলে বাচ্চারে
বাঁধ কোঁচা আচ্ছারে
টেনে যদি দেব এক
যাবে সব নচ্ছারে,
যাব আজ ওই মাঠে
দেখি কে পথ কাটে
আয় তোর দল সাথে
কার নাক মুখ ফাটে।


সুমি বলে বিশ্ব রে
ভাল লাগে খুব তোরে
আজ থেকে তোর পাসে
বসব যে রোজ করে,
বন্ধু করছি সাথে
আয় মেলা হাতে হাতে
মজায় করব পড়া
দুয়ে মিলে একসাথে।


কলু আলি কথা হয়
মোরা আর শত্রু নয়
ঐ বেটা বিশ্বের
খবরটা নিতে হয়,
নাচছে খোকায় ভারী
দুই হাতে ধরাধরি
একবার বাগে পেলে
সব হিসাব দেব সারি।।


                                 মজার ছলে লেখা।