সুন্দরি তুমি সুন্দরি অতি
জানাই কেমন প্রেম তোমা প্রতি
দেখে মুখ মাথা ঘোরা দেয় মতি
হৃদয় জ্বালায়ে চোখ ফের সতী।

অপেক্ষা বসি রৌদ্র কিরণে
মেঘ আসি ঢাকে দেখি ক্লেশ পানে
বায়ু বহি যায় শান্তি প্রদানে
তবুও আঁধার তারার গগনে।


অবসাদ নাই জমছে বিন্দু
টানাটানি হয় তিস্তা সিন্ধু
সঁপে আসি শেষে সাগরেই শুধু
পাবো কেন ভয় গরলেও মধু।


হিমালয় ন্যায় বিশ্বাস মনে
রোমে-রোমে প্রেম রেখেছি গোপনে
প্রতীক্ষা রয় পরিবর্তনে
গড়ি আগামীর স্বপ্ন যতনে।।