হীরকের শোভা        পান্নার প্রভা
         নিশীথের চন্দ্রিমা
আতরের ফোঁটা     ছড়া সারা গায়
         শিশুসম ভঙ্গিমা
ধবধবে মেঘ          নিয়ে গতিবেগ
        চাইছে আলিঙ্গনে
নাহি রাখি পারে    বায়ু ঠেলা ভারে
       মোহ সেও যৌবনে
সুন্দরি তুমি              এত সুন্দর
      আকাশ চাইছে লুঠে
দেখো ঐ পারে     উঁচিয়ে মাথারে
      পাহাড় চাইছে ছুঁতে
ক্লান্ত নদী            বয়ে তবু ভার
         ছুটে তব সন্ধানে
ব্যস্ত ঝরনা         তোলে কত সুর
       চিলতে হাসির পানে
নীল সমুদ্র             দেয় হুংকার
          যুদ্ধের ইঙ্গিতে
ছোটে উল্কায়        খুঁজে তব দ্বার
       রঙিন মশাল হাতে
সুন্দরি তুমি            উর্বশী পরী
        অপরূপা অপ্সরা
মুখখোলা হাসি     মায়াবী নয়নে
       জড় জীব দিশেহারা
কোমল কপোল   মাটি গড়া যেন
     ঘন কালো কেশ শিরে
কন্ঠ আভাসে      মাতাল বাতাসে
       যায় দিক ভুল করে
বিষাদ জীবনে         স্বপ্নের সখী
     আসো রোজ রঙ ভোরে
চাই এই বর           দাও ঈশ্বর
       রই ঘুমে চিরতরে।।