বারুইবাবু রুইপুকুরে ফেললো সেদিন জাল
একপাটাতে দেখবে সেকি আড়াই কেজি মাল
ছড়াৎ ছড়াৎ লাফায় ব্যাটা পাকুশ গেলে হুপ
গিন্নি দেখে কাঠ হয়েছে পুতুল ন্যায়ে চুপ
একলা তারে সামাল নিতে বারুই জোগায় বল
ধরতে গিয়ে মাথায় বাবুর পিছলে গেলো তল
মাছ আর বারুই পুকুর জলে পড়লো গিয়ে ঢাস
কেমন যে ভাই বলবো তোমায় কান্ড ওরেব্বাস
বারুইবাবু এপাশ-ওপাশ ঝাঁপিয়ে করে স্নান
কোথায় গেলো আড়াই কেজি খুঁজছে দিয়ে জান
ছলাৎ ছলাৎ জলের দোলে শ্যাওলা ভেজায় পা
তিড়িং তিড়িং লাফিয়ে পালায় চুনোপুঁটির ছা
মিনিট আটেক চললো এমন বারুই বাবুর নাচ
গিন্নি রেগে তেলেবেগুন ধমকানি চার-পাঁচ
তারপর আর রইলো কি ভাই বলতে বাকি খান
ঘরে বারুই গোটা দশেক চুনো নিয়ে যান।