ফুটফুটে এক শিশু এলো
     নবম গর্ভে জানকী ঘরে
    বাসত ভালো সবাই তাকে
    ডাকত সুভাষ আদর করে
    জানতো বা কে কচি মাথায়
     একশো জনের বুদ্ধি রাখা
     ওড়ায় গাড়ি বিভুঁই পথে
    ইংরেজদের বানায় বোকা!
        লক্ষ্য পূর্ণ স্বাধীনতা
      অদম্য তার সাহস মনে
     অল্প জোরে,তবুনা ডরে
      নাইকো ভীতি রক্তরনে
     একলা ছুটে এপারওপার
   জোটায় হাজার দেশের ভায়ে
   চল হে আপন,জোড় নিবেদন
    বাঁচাই মোদের দুঃখী মায়ে
      ভারতের ঐ মহান শিশু
     চাপা আজও ফাইল নীচে
      গদির তরে লড়াই লাগি
     পুতুল খেলা চালায় মিছে
       'রক্ত বদল স্বাধীনতা'
     বজ্র ভাষণ ক্ষেপায় বলে
     ভারতবাসী আদৌ তারা?
    সুভাষ নিয়ে প্রশ্ন তোলে!