হেতায় সেথায় খুঁজি আনাচে কানাচে
কল্পনা আঁটি লয়ে গড়ি মুখ ছাঁচে
মুখর ফর্সা হবে ঠোঁট মৃদু জল
ঘন কালো কেশ শিরে নাক ঢিপি ঢাল
বড় চোখ দূর টানা নীল কালো মনি
ঘোমটা চাপায়ে লাগে স্বর্গ রমণী
কানে ঝোলা দুই দুল কাঁধে এসে থামে
গলায় মুক্তো মালা সারিকারে জমে
লাল রঙা বেনারসি আঙ্গিকে বাঁধা
সোনালী চওড়া পাড় জরিসুতো গাঁথা
মেরুন নকশা হাতা বনফুল আঁকা
কঁচুটিতে সাড়া দেয় পোলা আর শাঁখা
আলতা মাখায়ে লাল ধোয়া পদ জোড়া
ঝুম ঝুম সুর তোলে নর্তকী তোড়া
চোখের কাজল কোনে ঠাসা মোহমায়া
রূপ হতে ঝরে পড়ে অপ্সরা ছায়া
গড়ে আছি এই ছাঁচ মন মন্দিরে
কবে পাবো বল তোকে বাস্তব ভিড়ে।।