জীবনটা কেটে যেত
আঁধারেতে ধুঁকে ধুঁকে
তুমি এলে আলো ন্যায়
আমার হতাশ বুকে
বীজানুতে গ্রাসনালি
জমে আছে থিকথিকে
তবু কেন হাত ধরো
নেমে এসে এইদিকে।


বোঝো নাকো কেন হায়
শেষ মোর নিকটেতে
মুগুর পাকিয়ে দেখ
কেউ খাড়া দুয়ারেতে
ঘড়ি ছোটে তড়িঘড়ি
কালের নিয়ম ভেঙে
তবু কেন দাও গায়ে
স্বপ্নের রঙ মেখে।।