হেরি তব রূপ        ঠোঁট রয়ে চুপ
      পলকে ভুলিছে আঁখি
শ্বাস আসে যায়      বাকি সব ঠায়
     স্নায়ুকোষে দেয় ফাঁকি
দুলিতেছে জল       করি টলমটল
      ভাসায়ে সুরভী তনু
আলো ফেলি তারে   তীক্ষ্ণ নজরে
        রমণী মগ্নে ভানু  
হলুদ কিরণে         গৌর বদনে
      অপার মায়াবী ছোঁয়া
ঘন কালি কেশ     ছড়ায়ে সুবেশ
      ভুলিয়াছে বায়ু বওয়া
কাজলীর শাঁখ     লঘু ঢিপি নাক
      ঝিলমিলে মৃদু হাসি
থোকা কেশ ক্ষনে  লুটায়ে বদনে
     মেলিয়া পড়িছে আসি
রূপকথা দেশে    রাজপরী বেশে
      কে তুমি হে উত্তমা
স্তব্ধ গগনে       মৌন বি-বনে
      সবে বশীভূত তোমা।