এতই যদি ভালবাসো
কেন এত দূরে থাকো
ঠোঁট দুফাঁকে একটু হাসো
হৃদয় আমার বাঁধা রাখো
ভালবাসার রঙিন ছোঁয়া
লেগেছে এই উষ্ণ মনে
পূবের হাওয়া শিশির ধোঁয়া
সুবাস ছোটে পুষ্প বনে
আকাশ আলো ডাকছে আমায়
তোমার খবর চাইছে ওরা
বন মেতেছে খুশীর মেলায়
বাতাস পাঠায় ফুলের তোড়া
পাখির দলে জাগিয়ে ভোরে
শুভেচ্ছা দেয় গল্প কথায়
স্বপ্নে বিভোর সন্ধ্যা গড়ে
হারিয়ে ফেলি কষ্ট ব্যথায়
একটি পলক তোমায় দেখে
কাটিয়ে দেব অলীক সময়
বাত অবসাদ ক্লান্তি ঢেকে
যুদ্ধ জয়ের নাই কোনো ভয়
গ্রীষ্ম শীতের কই পরোয়া
সুখ ঋতু বয় আপন হৃদে
আলোক পথে তোমার ছায়া
ঝরায় হাসি তারায় চাঁদে
মাটি জলে সবাই বলে
তোমায় খুঁজে বেড়াই ফিরে
একই ছাদের একই তলে
হই নিবাসী একই নীড়ে
সব কিছুতে রয়ে রাজি
বশ হয়েছি তোমার ছলে
ভালবাসার সংজ্ঞা বুঝি
এমন গড়ে একেই বলে।।