ভালবাসা  অন্যায় কি? ভাবছি অনেক দিন
উপচে পেরোই খাড়া ঢালে বেজায় অমসৃণ
মৌন হাসি দুখের বাঁশি জড়িয়ে বাঁধন কাঁদে
ছুট দেয় মন ইচ্ছে করে পড়তে গভীর ফাঁদে
রক্ষা পাবার আশায় হীনে বিপদ তরে মাতে
মৃত্যু টাকি আরো বেশী    এই কষ্টের হতে?
ছটকে মরে ধীরে ধীরে ধুঁকছে হৃদয় ক্ষীণে
জানি মরণ বারান্দাতে এগোয় আমার পানে
তাইতো সোনা আশার প্রদীপ নিভিয়ে নিজের ফুঁকে
অন্ধকারের শেষ মুহুর্ত কাটাই আপন সুখে।