ঠোঁটের কোনে  স্বচ্ছ হাসি  নাড়ায় আমার মনে
শীতের ভোরে কিচিরমিচির মাতায় নিঝুম বনে
ছটপটিয়ে  কথা বলিস  নাড়িয়ে নরম ঠোঁটে
পাতলা চুলের লম্বা বেণী আদর চালায় পিঠে
ফোলা গালের চওড়া গলা জ্বালায় পুরো ক্লাসে
বিষম ভয়ে তাকাই মুখে লুকিয়ে চোখের ত্রাসে
একমনেতে কখন তুলিস স্যারের দেওয়া পড়া
সৌম্য হাতে  সোনায় রঙা  নকশা ঘড়ি মোড়া
সবুজ নখের  আঁচড় ঘায়ে  ঘায়েল সাদা খাতা
চোখের পলক দেখছে চোখে থামিয়ে চোখের পাতা
পেনের ডগে ঠোঁটের কামড় বীজগণিতের চালে
নাকের পাথর ঝলসে মারে আলোর প্রতিফলে
কখন আবার পিছন ফিরে ঝগড়া করিস মেতে
টিফিন নিয়ে ফ্যাসাদ করে মেটাস পেটের ক্ষিদে
কানের ছোট  ফুলের কুঁড়ি গর্ব দেখায় মোরে
ভাগ্য কেমন সদাই থাকে তোকে আদর করে!