ঘৃণা কর সখী এত যদি মোরে
তবে কেন তাহা ভাসেনা মুখরে
চেয়ে রই হাতে সারা সারাদিন
যদি পাই ছোঁয়া একটু রঙিন
অপেক্ষা শুধু অপেক্ষা আজ
জীবনটা যেন ভাঙা গুঁড়ো কাঁচ
নিশ্বাসগুলো এসে বলে যায়
একসাথে রওয়া শুধু এক দায়
প্রয়োজন টুকু ফুরিয়েছে কাল
আমি আজ শুধু ভাঁড়ের গোপাল।।